শেরপুর-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বাদশা
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা।
‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে আয়োজিত বিএনপির এক নির্বাচনি সমাবেশে এ ঘোষণা দেন বাদশা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থী বাদশা ও তার কয়েকজন অনুসারী উপস্থিত রয়েছেন।
ভিডিও বার্তায় মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, তিনি সবসময় নিজেকে বিএনপির একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন এবং সংসদ সদস্য হওয়ার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা তার ছিল না। পরিস্থিতির কারণে তিনি নির্বাচনে অংশ নিতে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তারেক রহমানের আমন্ত্রণে ময়মনসিংহে যাওয়ার কথা উল্লেখ করে বাদশা জানান, সেখানে তাকে সম্মান জানানো হয় এবং দলীয় ঐক্যের স্বার্থে ভুল সংশোধনের আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, তারেক রহমান তাকে স্পষ্টভাবে জানিয়েছেন—দল ক্ষমতায় যাক বা না যাক, তিনি তার পাশে থাকবেন। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত ও সিনিয়র নেতাদের নির্দেশনা মেনে চলার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শেষে শ্রীবরদী ও ঝিনাইগাতীর ভোটারদের কাছে ক্ষমা চেয়ে বাদশা বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।” তিনি নিজে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং এলাকাবাসীকেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে মো. আমিনুল ইসলাম বাদশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
১৪০ বার পড়া হয়েছে