নিরাপত্তাহীনতায় সরে দাঁড়ালেন দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
শাহনেওয়াজ শুভ জানান, বিএনপি ক্যাডার বাহিনী তাঁকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও কোন পদক্ষেপ না নেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, গত ২৩ জানুয়ারি নিজের উপজেলা বিরামপুরের পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করার সময় ওই ইউনিয়নের বিএনপি সভাপতি হায়দার আলীর নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। এছাড়া নির্বাচনী প্রস্তুতি নেওয়ার সময় এবং পরিবারের ওপরও একাধিকবার হামলার চেষ্টা হয়েছে।
শাহনেওয়াজ বলেন, প্রতীক বরাদ্দের পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী ম্যানুয়াল বই সংগ্রহের চেষ্টা করেও তা পাননি। নিরাপত্তাহীনতার কারণে তিনি অস্ত্রের আবেদনও করেছিলেন, কিন্তু সেটিও প্রত্যাখ্যান করা হয়।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১২৭ বার পড়া হয়েছে