গণভোট সফল করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণভোটের প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ’-এ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা শেষে দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১০৬ বার পড়া হয়েছে