প্রবাসীদের পোস্টাল ভোটে অংশগ্রহণ, ভোট দিয়েছেন সাড়ে চার লাখের বেশি
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে বিপুলসংখ্যক ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্যের দেশে ব্যালট পৌঁছে গেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, ভোটগ্রহণ শেষে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে ও প্রবাসে মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
১১০ বার পড়া হয়েছে