সারাদেশ
জামালপুরে বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ফজলে এলাহী মাকাম, জামালপুর
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লম্বা গাছ সংলগ্ন এলাকায় সাবেক যুবদল নেতা এম. শুভ পাঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ।
সভাপতির ভূমিকায় ছিলেন এম. শুভ পাঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা ম্যানশন, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রিপন হোসেন হৃদয়, মোঃ মামুন, আব্দুর রাজ্জাক রানা সহ আরও অনেকে।
বক্তারা বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তার অবদান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আধুনিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিহিত করেন।
শেষে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন