রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ ফরিদ উদ্দিন খান বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন জাতির জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর সভাপতি আব্দুল আওয়াল। প্রশিক্ষণের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।
সমাপনী দিনে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন-দেশের চাবি আপনার হাতে’ শিরোনামে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
১১৪ বার পড়া হয়েছে