সর্বশেষ

জাতীয়চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জনতাকে অভিবাদন জানালেন তারেক রহমান
সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা বাংলাদেশের
সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্তে নতুন বিতর্ক
সারাদেশ৭১-এর গণহত্যাকারীদের হাতে দেশ তুলে না দেয়ার আহ্বান ফখরুলের
কবর জিয়ারতের মধ্য দিয়ে গোপালগঞ্জে সিপন ভুইয়ার প্রচারণা শুরু
আজ মধ্যরাতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে অংশ নেবেন তারেক রহমান
২৭ জানুয়ারি সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
ক্ষমতায় এলে হালতি বিলকে তিন ফসলি জমিতে রূপান্তরের ঘোষণা দুলুর
রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
জানাজা শেষে বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুসন্তানকে পাশাপাশি দাফন
সেনাবাহিনীর অভিযানে মাদারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
নারায়নগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ
শেরপুরকে টাইব্রেকারে হারিয়ে শীতলক্ষা জোনের চ্যাম্পিয়ন জামালপুর
আন্তর্জাতিকপ্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২
খেলাআইসিসি বিশ্বকাপ থেকে সরালো বাংলাদেশকে, স্কটল্যান্ড পেল সুযোগ
সারাদেশ

পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কা, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ৪ পুলিশ

হাবীব চৌহান, কুষ্টিয়া 
হাবীব চৌহান, কুষ্টিয়া 

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
তখন ভোর আনুমানিক ৫টা। সবার চোখে তখনো ঘুমঘুম ভাব। ঠিক সে সময় রড বোঝাই একটি দ্রুতগামী ট্রাক পুলিশের একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে পিকআপটি ছিটকে গিয়ে সেতুর পিলারে আঘাত করে। তবে চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান চার পুলিশ সদস্য।

দুর্ঘটনার সময় গাড়ি থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করে চালক গাড়িটিকে নিয়ন্ত্রণে আনেন। পরে ইঞ্জিন চালু রেখেই হ্যান্ডব্রেক টেনে গাড়ি থামান। এরপর দ্রুত নেমে সড়কের ওপর ছিটকে পড়া দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এভাবেই চালকসহ চার পুলিশ সদস্য প্রাণে বেঁচে ফেরেন।

রোববার (২৫ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকায় মেসার্স কুমারখালী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকআপের সামনের ও পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহত চার পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত বা জব্দ করা সম্ভব হয়নি।

আহতরা হলেন- কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বসির উদ্দিন, পুলিশ সদস্য ও গাড়িচালক জসিম উদ্দিন, ফিরোজ আহমেদ এবং সজিব বিশ্বাস। তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি কুমারখালী থানা চত্বরে রাখা হয়েছে। গাড়িটির সামনের ও পেছনের অংশে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। গাড়িটি পর্যবেক্ষণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। পাশে দাঁড়িয়ে ছিলেন চালক জসিম উদ্দিন, যার চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সদস্য ও চালক জসিম উদ্দিন বলেন, ভোর রাতে ফুলতলা এলাকা থেকে তরুণ মোড়ের দিকে যাচ্ছিলাম। হঠাৎ একটি রডবোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি সেতুর পিলারে গিয়ে আঘাত করে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে গাড়ি নিয়ন্ত্রণে আনি। পরে কয়েকটি চলন্ত গাড়ির সহযোগিতায় সড়কে পড়ে থাকা দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং ওসি স্যারকে বিষয়টি জানাই।

তিনি আরও বলেন, আমার ধারণা, ট্রাকচালক ঘুমিয়ে পড়েছিল। মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে যায়। গাড়ির বাম পাশের দরজার লক বন্ধ হয়ে যাওয়ায় একজন অফিসার বের হতে পারেননি। আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাননি- এখনও চোখের সামনে সবকিছু ভাসছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আল্লাহর রহমত এবং চালকের দক্ষতায় আমার চার সহকর্মী প্রাণে বেঁচে গেছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ আছেন। তবে পিকআপ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন