২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ দুই দশক পর নওগাঁ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশব্যাপী নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। তিনি জানান, জনসভাকে ঘিরে ইতোমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন এবং প্রস্তুতি প্রায় সম্পন্ন। আয়োজকদের আশা, এই জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগম হতে পারে।
সংবাদ সম্মেলনে শাহিন শওকত আরও বলেন, ২৯ জানুয়ারি সকালে রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পর বিকেলে নওগাঁ পৌঁছাবেন তারেক রহমান। নওগাঁর জনসভা শেষে তিনি নিজ জন্মভিটা বগুড়ায় যাবেন, সেখানেও একটি পৃথক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
তিনি জানান, নওগাঁর জনসভায় বিএনপির প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দলীয় প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা। এছাড়া নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২-এর শামসুজ্জোহা খান, নওগাঁ-৩-এর ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪-এর ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫-এর জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬-এর শেখ রেজাউল ইসলামসহ জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে