সারাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী সিপন ভুইয়া তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
কবর জিয়ারতের মধ্য দিয়ে গোপালগঞ্জে সিপন ভুইয়ার প্রচারণা শুরু
বাদল সাহা, গোপালগঞ্জ
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী সিপন ভুইয়া তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিপন ভুইয়া কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশ কর্তৃপক্ষের বাধার কারণে কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের পর সিপন ভুইয়া নির্বাচনী এলাকায় জনসংযোগ কার্যক্রম শুরু করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি এলাকার উন্নয়নের কাজ করতে চাই।'
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন