২৭ জানুয়ারি সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
রবিবার দুপুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডা. শফিকুর রহমান বেলা ১২টায় শহরের আমতলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সভায় বক্তৃতা দেবেন। এতে জেলার চারটি আসনের জামায়াত প্রার্থীগণ উপস্থিত থাকবেন।
শহিদুল ইসলাম মুকুল বলেন, জনসভায় সর্বস্তরের নেতাকর্মীসহ লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে। জনসভা সফল করতে নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন ও কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম।
১২২ বার পড়া হয়েছে