সাতক্ষীরায় ফেনসিডিলের বড় চালানসহ নারী আটক
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক নারীকে আটক করে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে।
আটক নারী ইয়াসমিন জাহান (৩২) কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
রোববার (২৫ জানুয়ারি) সকালে র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার কামদেবপুর (দমদমা) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে শুক্রবার ইয়াসমিন জাহানের স্বামী মো. মিজানুর রহমান ৫০৭ বোতল ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক হন। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই স্ত্রীকে আটক করে এই বিশেষ অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, অভিযানের সময় ইয়াসমিন জাহানের বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর তল্লাশি করে চার থেকে পাঁচটি বস্তার মধ্যে লুকানো ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে পোশাকধারী ও সিভিল পোশাকে প্রায় ২০-২৫ জন র্যাব সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেন। উদ্ধারকৃত ফেনসিডিলসহ নারীকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে