সর্বশেষ

জাতীয়চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জনতাকে অভিবাদন জানালেন তারেক রহমান
সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা বাংলাদেশের
সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্তে নতুন বিতর্ক
সারাদেশকবর জিয়ারতের মধ্য দিয়ে গোপালগঞ্জে সিপন ভুইয়ার প্রচারণা শুরু
আজ মধ্যরাতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে অংশ নেবেন তারেক রহমান
২৭ জানুয়ারি সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
ক্ষমতায় এলে হালতি বিলকে তিন ফসলি জমিতে রূপান্তরের ঘোষণা দুলুর
আমার বয়স হয়েছে, অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই : মির্জা ফখরুল
জানাজা শেষে বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুসন্তানকে পাশাপাশি দাফন
সেনাবাহিনীর অভিযানে মাদারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
নারায়নগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ
আন্তর্জাতিকপ্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২
খেলাআইসিসি বিশ্বকাপ থেকে সরালো বাংলাদেশকে, স্কটল্যান্ড পেল সুযোগ
জাতীয়

ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস সিইসি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। ব্রিফিংয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামগ্রিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করতেই এ সভার আয়োজন করা হয়।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, বৈঠকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতিকে কূটনীতিকরা স্বাগত জানিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন যে সব প্রস্তুতি গ্রহণ করেছে, তা বিস্তারিতভাবে কূটনীতিকদের জানানো হয়েছে। কমিশনের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে তারা আস্থা প্রকাশ করেছেন এবং নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রশংসা করেছেন।

সিইসি জানান, বৈঠকে কূটনীতিকরা কোনো ধরনের আপত্তি বা প্রশ্ন তোলেননি। বরং নির্বাচন কমিশনের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে তারা পরিষ্কার ধারণা পেয়েছেন। তিনি বলেন, 'আমরা স্পষ্টভাবে জানিয়েছি, নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপির সুযোগ নেই। জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব-এ বিষয়ে তারাও আশাবাদ ব্যক্ত করেছেন।'

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যদের মোতায়েনের পরিকল্পনার কথা কূটনীতিকদের জানানো হয়েছে। ভবিষ্যতেও তারা নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হওয়া ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন