ক্ষমতায় এলে হালতি বিলকে তিন ফসলি জমিতে রূপান্তরের ঘোষণা দুলুর
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্ষা মৌসুমে হালতি বিলের হাজার হাজার একর জমি পানিতে তলিয়ে থাকে, ফলে কৃষকরা কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হন।
আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আলাদা প্রকল্প গ্রহণের মাধ্যমে এই এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা হবে।
রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
এ সময় দুলু আরও বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এরই ধারাবাহিকতায় নাটোরের মানুষও ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।'
নির্বাচনী প্রচারণা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, সাইদুর রহমান বিটলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫৭ বার পড়া হয়েছে