সারাদেশ
দেশের ভবিষ্যৎ পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে জেলা ইমাম সম্মেলন
জয়পুরহাট প্রতিনিধি
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের ভবিষ্যৎ পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা মডেল মসজিদের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ-পরিচালক সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তারা উল্লেখ করেন।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন