হঠাৎ মাদারীপুর সফরে আইন উপদেষ্টা আসিফ নজরুল
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শনিবার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদারীপুর সফরে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ঝটিকা এই সফরে তিনি প্রথমে শিবচর উপজেলার কয়েকটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এরপর মাদারীপুরের মস্তফাপুর এলাকায় অবস্থিত হর্টিকালচার কেন্দ্রে গিয়ে কিছু সময় কাটান।
হর্টিকালচারে ঘোরাঘুরি, চা পান ও আড্ডার পর তিনি মাদারীপুর সার্কিট হাউজে যান। সেখানে দুপুরের খাবার গ্রহণ করেন আইন উপদেষ্টা। এ সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানা গেছে, সেখানে নির্বাচন বা অন্য কোনো সরকারি বিষয়ে আলোচনা হয়নি; বরং ব্যক্তিগত বিষয় নিয়েই কথা বলেন তিনি।
তবে এই সফর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান জানান, আইন উপদেষ্টার সফর সম্পর্কে জেলা প্রশাসন আগে থেকে কোনো কর্মসূচি পায়নি। তাই এটিকে তারা ব্যক্তিগত সফর হিসেবেই দেখছেন।
আইন উপদেষ্টার সফরের উদ্দেশ্য জানতে চাইলে পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, 'কেন এসেছেন, সেটা উপদেষ্টাকেই জিজ্ঞেস করুন।' এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও তিনি একই বক্তব্যে অনড় থাকেন।
এই সফর নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল। মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, 'এখানে তার কোনো আত্মীয়-স্বজন নেই। তাহলে ব্যক্তিগত সফরের বিষয়টি প্রশ্নবিদ্ধ। ভালো উদ্দেশ্যে এলে ভালো, আর যদি কোনো ষড়যন্ত্র থাকে, আমরা তা প্রতিহত করব।'
মাদারীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী আনিচুর রহমান খোকন তালুকদার বলেন, তিনি জানেন না সফরটি সরকারি নাকি ব্যক্তিগত। বিষয়টি স্পষ্ট না হওয়ায় তিনি কোনো মন্তব্য করতে চান না।
অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম সফরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, 'আইন উপদেষ্টা একজন অভিভাবকসম ব্যক্তি। তিনি সরকারি বা ব্যক্তিগত যেকোনো সফর করতেই পারেন। এতে নেতিবাচক কিছু দেখার সুযোগ নেই। তবে জেলা প্রশাসককে জানিয়ে এলে ভালো হতো।'
সব মিলিয়ে, আইন উপদেষ্টার এই হঠাৎ সফর মাদারীপুরে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। সরকারি না ব্যক্তিগত-এই প্রশ্ন ঘিরে জেলায় এখনো চলছে আলোচনা-সমালোচনা।
১৩৪ বার পড়া হয়েছে