মুক্তিকামী জনতার উত্থানে কেউ কেউ অস্বস্তিতে ভুগছে: ডা. শফিকুর রহমান
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে মুক্তিকামী জনতার জাগরণ দেখে একটি মহল ফুসফাস শুরু করেছে। তিনি বলেন, “তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করবো না, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বারবার নাক গলানো হয়েছে।”
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে পরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি কিংবা মামলাবাজির অভিযোগের নজির নেই। দুর্নীতি ও অবৈধ পথে অর্থ উপার্জনের বিরুদ্ধে দলটির কঠোর অবস্থানের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মুখ চেয়ে নয়, আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানেই আজাদী। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত না হলে প্রকৃত পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ১০ দলীয় জোট মানেই বাংলাদেশ—এখানে সব দলকে সমান সম্মান দেওয়া হবে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।
সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা-১ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনের প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আসগর আলী, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১৬০ বার পড়া হয়েছে