গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যেমন ইউনূস সরকারের সময়ের ঘটনা সবচেয়ে নিন্দিত, ঠিক তেমনি এই গণভোটও গণবিরোধী হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, দেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিকরা এই নির্বাচনে অংশ নেবেন না।
২৪ জানুয়ারি সকালে তোপখানা রোডের বিজয় মিলনায়তনে ‘পক্ষপাত তুষ্ট সরকারের গণভোট প্রচারণা’ শীর্ষক সংবাদ সম্মেলনে মোমিন মেহেদী এসব মন্তব্য করেন।
তিনি জানান, এ পর্যন্ত বাংলাদেশে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি ছিল একটি বিশেষ প্রশ্ন বা বিষয়ে কেন্দ্রীভূত। তবে এবারের গণভোট চারটি স্ববিরোধী বিষয়কে একসাথে নিয়ে পরিচালিত হচ্ছে, যা সচেতন নাগরিকের পক্ষে একসাথে মেনে নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে এবারের গণভোট শুধু গণবিরোধী নয়, বরং চাপপ্রয়োগমূলক ভোট হিসেবেও সমালোচিত হবে।
মোমিন মেহেদী নতুনধরা বাংলাদেশকে নিবন্ধন থেকে বঞ্চিত করার জন্য সরকারের প্রতি কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এতে ভূঁইফোর অনশনরত, দলবাজ ও দঙ্গলবাজদের রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার ও জুমা রাণী ঝুমুর।
নেতৃবৃন্দ আরও জানান, নিবন্ধন থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও অনেক রাজনৈতিক নেতা তাদের দল থেকে পদত্যাগ করে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। কেউ কেউ নিজের দল বিলুপ্ত করে অন্য দলের প্রতীক ব্যবহার করছেন, যা নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এ ছাড়াও, আমেরিকার বন্ধু জামায়াত-শিবির বিভিন্ন রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়িয়ে হুমকি দিচ্ছে এবং ভোটের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে।
১৯৯ বার পড়া হয়েছে