দেবিদ্বারে গণসংযোগে হাসনাত, শাপলাকলিতে ভোটের আহ্বান
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে মাঠে সক্রিয় গণসংযোগ চালিয়েছেন ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার সকাল থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেট পৌর এলাকা, ভিংলাবাড়ি ও মোহনপুরে ঘুরে ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালান।
এ সময় তিনি আজাদী ও সার্বভৌমত্ব রক্ষা, মাদক, দুর্নীতি এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে শাপলাকলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দেড় বছরে তিনি বা তার কোনো কর্মী চাঁদাবাজি কিংবা বাজার দখলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কর্মজীবী, রেমিটেন্স যোদ্ধা ও মেহনতী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই রাজনীতি করছেন বলে উল্লেখ করেন।
ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এক কেজি আলু কেনার সময় আমরা যতটা ভাবি, পাঁচ বছরের জন্য নেতা নির্বাচনের সময় ততটা ভাবি না। এবার সেই সচেতনতা দেখাতে হবে।”
তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবারের প্রথম ভোট যেন হয় নিজেদের ভবিষ্যৎ ও সন্তানের পক্ষে।
সমাবেশে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত বলেন, যারা এখানে এসেছেন তারা আজাদী, সার্বভৌমত্ব, মাদকমুক্ত সমাজ ও ঋণখেলাপীদের বিরুদ্ধে অবস্থানের পক্ষে এসেছেন। তাদের প্রতি তিনি ধন্যবাদ ও শ্রদ্ধা জানান।
১২০ বার পড়া হয়েছে