পঞ্চগড়ে যুক্তফ্রন্ট প্রার্থী নাজমুল হক প্রধানের নির্বাচনী প্রচারণা শুরু
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শহরে পৌঁছালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, দেশে গণতন্ত্র রক্ষার জন্য একটি শক্তিশালী বিরোধী দল অত্যন্ত প্রয়োজন। শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। তিনি বলেন, যুক্তফ্রন্ট একটি কার্যকর ও শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং মটরকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি মিছিল নিয়ে নাজমল হক প্রধান দলীয় কার্যালয়ে যান। এর আগে তিনি দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরে পৃথক পথসভায় বক্তব্য দেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
১১৮ বার পড়া হয়েছে