মাগুরায় ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, থানায় মামলা
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রটির নিরাপত্তা ও সার্বিক মনিটরিং নিশ্চিত করতে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল।
জানা গেছে, গত ২১ জানুয়ারি বিকেলে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় ভোটকেন্দ্রের প্রবেশপথ ও খেলার মাঠ কাভারেজের জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে স্থাপনের মাত্র তিন ঘণ্টার মধ্যেই সন্ধ্যার পর রাত সাড়ে ৭টার দিকে একটি ক্যামেরা পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাঁশের লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে পর্যাপ্ত আলোর অভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর ওই এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধভাবেই এই নাশকতার ঘটনা ঘটানো হতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতেই ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন বলেন, রাতের খাবার শেষে বিদ্যালয়ে ফিরে এসে তিনি কয়েকজন যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। সকালে উঠে ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার জানান, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
১২৬ বার পড়া হয়েছে