সড়কে অচলাবস্থা, রাঙ্গামাটিতে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙ্গামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবান সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিলাসবহুল বাস সার্ভিস সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাঙ্গামাটি থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস সার্ভিস চালু হয়। তবে চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস মালিক সমিতির অনুমতি ছাড়াই এ সার্ভিস চালানো হচ্ছে-এমন অভিযোগ তোলে সমিতি। এ অভিযোগের ভিত্তিতে সৌদিয়া পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট ডাকা হয়।
ধর্মঘটের ফলে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানসহ জেলার সঙ্গে সারাদেশের সব ধরনের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। হঠাৎ এ কর্মসূচির কারণে সাধারণ যাত্রী ও পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বুধবার রাতে সমিতির কয়েকজন সদস্য সৌদিয়া পরিবহনের কাউন্টারে গিয়ে হামলা চালায় এবং সেখানে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে সৌদিয়া পরিবহনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব নিয়ম মেনেই বাস চালাচ্ছে। তাদের অভিযোগ, রাঙ্গামাটিতে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
তবে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির দাবি, কোনো চুক্তি বা অনুমতি ছাড়াই বাস চালানোর কারণেই সৌদিয়া পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে