সারাদেশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতী এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে সবুজ হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতী এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে সবুজ হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে গোসলের উদ্দেশ্যে সবুজ হোসেন পুকুরে নামেন। অনেকক্ষণ পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ডুবে যাওয়ার আশঙ্কায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর ডুবুরি দল পুকুর থেকে সবুজ হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন