সর্বশেষ

জাতীয়সিলেটে তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য
চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ: রাজনৈতিক দলগুলোর মাঠের লড়াই শুরু
ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি পোস্টিং’, নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ
সারাদেশনাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা
আন্তর্জাতিকজেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তর ধ্বংস ইসরাইল
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
সারাদেশ

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। এরপর একে একে দলের স্থানীয় নেতারা মঞ্চে উঠে বক্তব্য দেন।

এটি সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। আয়োজকদের জানানো মতে, বেলা সাড়ে ১১টার পর তিনি সভামঞ্চে উপস্থিত হবেন। জনসভাটি আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে পৌঁছান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি (এষ) বলেন, “আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল দলের চেয়ারম্যানকে নিয়ে সিলেটে জনসভা করার। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। এখন নতুন স্বপ্ন বাস্তবায়নের সময়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে সেই স্বপ্ন পূরণ করতে হবে।”

মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদীসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা। পাশাপাশি সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও জনসভায় অংশ নিয়েছেন।

এর আগে বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান। সিলেটে এসে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। একই সঙ্গে হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে শ্রদ্ধা জানান। পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান, সেখানে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থানের পর তিনি সিলেট বিমানবন্দর-সংলগ্ন একটি হোটেলে ফিরে যান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন