সর্বশেষ

জাতীয়সিলেটে তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য
চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ: রাজনৈতিক দলগুলোর মাঠের লড়াই শুরু
ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি পোস্টিং’, নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ
সারাদেশনাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা
আন্তর্জাতিকজেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তর ধ্বংস ইসরাইল
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
সারাদেশ

সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম বিল হালতি ত্রিমোহনী (অনার্স) কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী তার বাড়ির সামনে এসে তাকে বাইরে আসতে ডাক দেয়। তিনি ঘর থেকে বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে নিশ্চিত মৃত্যু ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতে খায়ের আলম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ জনতা ওহাব নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দেয়। এতে অগ্নিকাণ্ডে তার বৃদ্ধা মা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এই হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করেছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন