সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত তারেক রহমানের
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।
মাজার জিয়ারত শেষে রাত পৌনে ১০টার দিকে তারেক রহমান হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়িতে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত এবং মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। পরে উপস্থিতদের মধ্যে শিরণি বিতরণ করা হয়।
ঢাকা থেকে বিমানযোগে বুধবার রাত আটটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহর নিয়ে মাজারের পথে যাত্রাকালে বিমানবন্দর থেকে শাহজালাল (রহ.)-এর মাজার সড়কের বিভিন্ন স্থানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। সড়কের দুই পাশে ভিড়ের কারণে স্বাভাবিকভাবে ১৫ মিনিটের পথ পাড়ি দিতে তার বহনকারী বাসের প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগে। এ সময় তিনি বাসের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
মাজার প্রাঙ্গণ ও আশপাশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। মাজারে প্রবেশের সময় নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। উপস্থিতদের অভিবাদনের জবাবে তারেক রহমান হাত নেড়ে সাড়া দেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান সিলেট সফরে এলেন। এখান থেকেই বৃহস্পতিবার জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনের আগে সিলেট থেকেই প্রচারণা শুরু করতেন।
এ সফরে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বুধবার রাতের কর্মসূচি শেষে তারেক রহমান দম্পতি বিমানবন্দরের পাশে একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করেন।
বৃহস্পতিবারের কর্মসূচি
বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় অংশ নিয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে