নির্বাচিত হলে মামলা বাণিজ্য বন্ধের অঙ্গীকার মাক্কীর
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচিত হলে গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) জনগণকে মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন দশ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ মাক্কী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুল আজিজ মাক্কী বলেন, জনগণ যদি তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে খেদমতের সুযোগ দেয়, তবে তিনি প্রথমেই এই অঞ্চলে চলমান অত্যাচার, নির্যাতন ও মামলা বাণিজ্যের নামে হয়রানি বন্ধ করবেন। পাশাপাশি কোনো ধরনের টেন্ডারবাজি সহ্য করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, যুবসমাজ যেন অবক্ষয়ের পথে না যায়, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
ভোটারদের উদ্দেশে মাক্কী বলেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি সংসদে পাঠান। তিনি প্রত্যাশা করেন, এবার অন্তত যাচাই-বাছাইয়ের সুযোগ হিসেবে জনগণ তাকে নির্বাচিত করবে। তিনি রিকশা প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান।
দশ দলীয় জোটের এই প্রার্থী জানান, গওহরডাঙ্গা মাদ্রাসা থেকেই তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়েছে। এ সময় তিনি মাদ্রাসার মুহতামিম ও আলেমদের দোয়া গ্রহণ করেন এবং আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০৫ বার পড়া হয়েছে