বৃহস্পতিবার থেকে প্রচারণায় নামছেন কুষ্টিয়া-১ আসনের ৮ প্রার্থী
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নির্বাচনি মাঠে সক্রিয় হতে যাচ্ছেন আটজন প্রার্থী।
বৃহস্পতিবার থেকেই তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রচারণা সংক্রান্ত নিয়ম-কানুন সম্পর্কে প্রার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন—
ধানের শিষ প্রতীকে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নুরুজ্জামান হাবলু মোল্লা (বিএনপি), দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত শাহরিয়ার জামিল, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের শাহাবুল ইসলাম, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান এবং তারা প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত গিয়াস উদ্দিন।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচারণার প্রস্তুতি জোরদার করেছেন। পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “প্রচারণার জন্য আমরা প্রস্তুত। তবে বৃহস্পতিবার কিছু সাংগঠনিক কাজ থাকায় পূর্ণাঙ্গভাবে প্রচারণা শুরু করবো পরশু থেকে।”
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন বলেন, “প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনে কাল থেকেই প্রচারণা শুরু করবো।”
দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৩৫টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার, যার মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটার প্রায় ৯৬ হাজার।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
১৮৫ বার পড়া হয়েছে