নড়াইলে ১৫ প্রার্থীর মাঝে আসন্ন নির্বাচনের প্রতীক বরাদ্দ
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নড়াইলের দুইটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. আবদুল ছালামের সভাপতিত্বে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হয়।
নড়াইল-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ ‘হাতপাখা’, জাতীয় পার্টির মিলটন মোল্যা ‘লাঙ্গল’ এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন ‘কলস’, লেফট্যানেন্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন ‘ফুটবল’ ও সুকেশ সাহা ‘আনন্দ ঘোড়া’ প্রতীক পেয়েছেন।
নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মোঃ আতাউর রহমান ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ‘হাতপাখা’, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ‘লাঙ্গল’, গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম ‘ট্রাক’, সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী ‘ছড়ি’, স্বতন্ত্র মনিরুল ইসলাম ‘কলস’ ও স্বতন্ত্র ফরিদা ইয়াসমিন ‘জাহাজ’ প্রতীক পান।
প্রসঙ্গত, নড়াইল-২ আসনে প্রথমে মনিরুল ইসলামকে ‘ধানের শীষ’ প্রতীক দেয়া হলেও পরে এনপিপি থেকে পদত্যাগ করা ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপিতে যোগদান করে প্রতীক পান। এর ফলে মনিরুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন।
প্রতীক বরাদ্দের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিল।
১১৭ বার পড়া হয়েছে