সারাদেশ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মাঝে আজ নাটোরের চারটি আসনের জন্য প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নাটোরে নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মাঝে আজ নাটোরের চারটি আসনের জন্য প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিন বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক বরাদ্দ পান। এছাড়াও অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক হাতে পেয়েছেন।
প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত প্রতীক নিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করবেন।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন