সারাদেশ
মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে ভোটারদের সচেতন করার লক্ষ্যে 'ভোটের রিকশা' কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুরে ভোটার সচেতনতার জন্য 'ভোটের রিকশা' উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে ভোটারদের সচেতন করার লক্ষ্যে 'ভোটের রিকশা' কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের রিকশার মাধ্যমে সাধারণ মানুষ ভোটাধিকার সম্পর্কে আরও সচেতন হবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটের রিকশা জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ঘুরে ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চালাবে।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন