জামালপুরে ৫টি আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়ায় ৩১ জনে।
প্রতিটি আসনের প্রার্থীরা ও তাদের প্রতীক তালিকা অনুযায়ী:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): বিএনপি’র এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক।
জামালপুর-২ (ইসলামপুর): বিএনপি’র এ. ই সুলতান মাহমুদ বাবু, জামায়াতের মো. ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ ও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে।
জামালপুর-৪ (সরিষাবাড়ী): ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণঅধিকার পরিষদ এবং নাগরিক ঐক্যের প্রার্থী।
জামালপুর-৫ (সদর): আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণঅধিকার পরিষদের প্রার্থী রয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে