শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ জাতিসংঘের
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। নির্বাচন প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক হয়- সে বিষয়ে জোর দিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। ব্রিফিং চলাকালে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন।
সাংবাদিক তার প্রশ্নে উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জাতিসংঘ মহাসচিবের কোনো পরামর্শ আছে কি না-তা জানতে চান তিনি।
জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাক এবং তা গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হোক। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এমন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যেখানে সব নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং ভিন্নমত ও মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ থাকবে।
তিনি আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান বজায় রেখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই জাতিসংঘের মূল প্রত্যাশা।
১১৬ বার পড়া হয়েছে