ভলান্টিয়ার ফর বাংলাদেশের ‘উইন্টার হেলথ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০’রও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করে ‘উইন্টার হেলথ প্রোগ্রাম’ সফলভাবে বাস্তবায়ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বান্দরবান জেলা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বান্দরবান শহরের ডন বস্কো হাই স্কুলে কর্মসূচিটির সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ ও ১৯ জানুয়ারি পর্যায়ক্রমে বান্দরবান সরকারি মহিলা কলেজ ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একই কর্মসূচি আয়োজন করা হয়।
ডন বস্কো হাই স্কুলে অনুষ্ঠিত সচেতনতামূলক সেশনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বান্দরবান জেলা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। একদিনব্যাপী এই ইন্টার্যাকটিভ সেশনে শীতকালীন স্বাস্থ্যঝুঁকি, মৌসুমি রোগ-সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শীতকালে সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মসূচিটিকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী বলে অভিমত ব্যক্ত করে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বান্দরবান জেলা কর্তৃপক্ষ জানায়, তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে