জাতীয়
ঢাকার ধানমন্ডি থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ইভ্যালির এমডি ও চেয়ারম্যান ধানমন্ডি থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধানমন্ডি থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাত ১২ টায় তাদের গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকা এই দম্পতির বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে অসংখ্য মামলা ও সাজা পরোয়ানা ছিল।
ডিবি সূত্রে জানা যায়, মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৮৩টি সাজা পরোয়ানা এবং ১৮০টি সিআর পরোয়ানা অন্তর্ভুক্ত। অন্যদিকে, শামীমা নাসরিনের নামে তিন থানায় মোট ১২৮টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০টি সাজা পরোয়ানা ও ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।
ডিবি পুলিশের অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন