ঢাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২: ২৪ ঘণ্টায় ৪০ জন গ্রেফতার
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৪০ জনকে গ্রেফতার করেছে।
অভিযানের আওতায় মুগদা, মিরপুর মডেল, রূপনগর ও শেরেবাংলা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে অভিযুক্তদের আটক করেছে।
মুগদা থানা পুলিশ একদিনব্যাপী অভিযানের মাধ্যমে ২৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সুশীল চন্দ্র শীল (৩০), আরিফুল ইসলাম সিয়াম (২২), ফখরুল ইসলাম (২৬), মো. রাজু (২৭), মো. সিয়াম আহমেদ সৌরভ (২২), সুমন, মো. সাইফুল ইসলাম (২৪), মো. রাসেল ওরফে প্রিন্স, মো. রিপন (৫০) সহ আরও অনেকে।
মিরপুর মডেল থানার পুলিশ অভিযানের মাধ্যমে তিনজনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন মোঃ টিটু মিয়া, মো. মিনারুল ইসলাম ও মো. কাসেম মিজি।
রূপনগর থানায় অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শাওন (১৯), মোঃ মিরাজ (২৬), মো. ইয়াছিন (২৫), মো. বিল্লাল (২৯), মো. নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)।
শেরেবাংলা থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মোঃ শুক্কুর আলী (২৮), মোঃ ইমরান হোসেন (২৭) ও মো. সাগর (২০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধপ্রবণ এলাকায় কঠোর নজরদারি চালানো হবে।
১০৫ বার পড়া হয়েছে