সাতক্ষীরার চার আসনে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র প্রকাশ
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ পরিস্থিতি প্রকাশিত হয়েছে।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
জেলার চারটি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। প্রার্থী হিসেবে থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ আরও একজন।
সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিডিএমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিই ছাড়াও বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং বিএমজেপির রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আসনে প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান।
জেলার রিটার্নিং অফিসার জানান, প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত এই তালিকায় মনোনয়নপত্র প্রত্যাহার ও স্থায়িত্ব নিশ্চিত হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি দ্রুত এগোচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে