ঠাকুরগাঁওয়ে গণভোট ও নির্বাচনে সচেতনতা বৃদ্ধি করল বাংলাদেশ বেতার
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও-এর উদ্যোগে 'গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার' শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সালন্দর ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।
আঞ্চলিক পরিচালক জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, ঠাকুরগাঁও বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মহসীন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরদার মোস্তফা শাহিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা 'গণভোট ও সংসদ নির্বাচন-২০২৬, দেশের চাবি আপনার হাতে' প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিকদের সচেতন থাকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সময়ে সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও সমবেত গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে স্রোতা সাধারণকে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়।
১১৩ বার পড়া হয়েছে