সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ এবং একটি এয়ারগান উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
কুষ্টিয়ায় অভিযানে ওয়ান শুটার গান ও এয়ারগান উদ্ধার,২ মামলা দায়ের
আতিয়ার রহমান, দৌলতপুর কুষ্টিয়া
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ এবং একটি এয়ারগান উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের চকদৌলতপুর ইনসান মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাঁশঝাড় থেকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে একই দিন বিকেলে নওদাপাড়া গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও এয়ারগানের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মালিক ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।'
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন