চাঁপাইনবাবগঞ্জে পিঠা-পুলির উৎসবে মুখর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্বাদ ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা-পুলি উৎসব।
মঙ্গলবার (২০ জানুয়ারি-২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
‘বাচ্চু কবি-২৩’ উপলক্ষে এ উৎসবের আয়োজন করে এশিয়া ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশ। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে বাহারি ও ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক কার্যক্রম ও বিভিন্ন আনন্দঘন আয়োজন উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে।
এ সময় এক্সিম ব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী স্বশরীরে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় খাবারের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৬ বার পড়া হয়েছে