চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবেদন ১০৬ বন্দির
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১০৬ জন বন্দি পোস্টাল ভোটের আবেদন করেছেন।
যদিও বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা সাড়ে ছয় শতাধিক, তবুও আবেদনকারীর সংখ্যা মোট বন্দির এক ষষ্ঠাংশেরও কম।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দিদের ভোট দেওয়ার আইনগত সুযোগ আগে থেকেই থাকলেও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নতুন পদ্ধতি সম্পর্কে জানাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, রোববার সকালে কারাগারে বন্দি ছিলেন মোট ৬৪২ জন। এর মধ্যে ১০৬ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ৯ জন ইতোমধ্যে মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটাররা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বন্দিদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত ভোটারদের জন্য কারাগারে আলাদা ভোটকক্ষ প্রস্তুতসহ গোপন ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ নিশ্চিত করা হবে।
পোস্টাল ব্যালটে প্রার্থীর নামের পরিবর্তে শুধু প্রতীক থাকবে। ভোটাররা নির্ধারিত প্রতীকের পাশে টিক (√) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে তাদের ভোট প্রদান করবেন।
১১৭ বার পড়া হয়েছে