কলাপাড়ার মংগলসুখ প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মংগলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিকাল ৪ টায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মিলানায়তনে আয়োজিত এই সমাবেশে প্রধান শিক্ষক নাজমুস সাকিব সভাপতিত্ব করেন।
সমাবেশে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আদুজ্জামান খান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বিদ্যালয়ের বার্ষিক পাঠদান কার্যক্রম, বনভোজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে অভিভাবকদের মতামত নেওয়া হয়। অভিভাবক সুলতান রাসেল বলেন, “মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দূরত্ব কমবে এবং শিক্ষার মান উন্নয়ন হবে।” অন্য একজন অভিভাবক মোসা খাদিজা আকন বলেন, “আমাদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নে এই ধরনের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ভবিষ্যতেও এটি ধারাবাহিকভাবে হবে।”
প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান বলেন, “আমরা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে মানবিক দিক থেকে উন্নত করতে কাজ করছি। মা ও অভিভাবকদের মতামত নিয়ে আমরা কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করি, যা শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবে। আমরা এই বিদ্যালয়টিকে মডেল স্কুলে পরিণত করতে চাই।”
সমাবেশের শেষ পর্যায়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
১১৭ বার পড়া হয়েছে