বাংলাদেশের যে কোন সংকটে পাশে দাড়িয়েছে জিয়া পরিবার : নাটোরে দুলু
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারী কলেজ মাঠে সোমবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট ও আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, “বাংলাদেশের যে কোনো সংকটে জিয়া পরিবার সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। ১৯৭১ সালের ২৫শে মার্চ দেশের পরিস্থিতি যখন সংকটাপন্ন ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাটের বেতার কেন্দ্র থেকে ‘আমি মেজর জিয়া বলছি’ ঘোষণার মাধ্যমে দেশের লক্ষ কোটি মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। দীর্ঘ ৯ মাসের সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।”
অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, আহ্বায়ক কমিটির সদস্য রূপচান ও মামুনুর রশিদপিন্টু সহ বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে