নির্বাচন নিরাপত্তায় বিজিবি'র জোর প্রস্তুতি: ৬২ আসনে ৯৩ বেইজ ক্যাম্প
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর অংশ হিসেবে যশোর রিজিওনের ৭টি ব্যাটালিয়নের আওতাধীন ১৮ জেলার ১০৮ উপজেলার ৬২টি সংসদীয় আসনে ৯৩টি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। এসব ক্যাম্পে মোট ১৭২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২১ বিজিবি খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ প্রবেশের আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, যশোর রিজিয়নের প্রতিটি ব্যাটালিয়ন সীমান্তে প্রয়োজনীয় জনবল রেখে অবশিষ্ট সদস্যদের নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করবে। এর অংশ হিসেবে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়ন খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৩৬ প্লাটুন মোতায়েন করবে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অন্যদিকে অভ্যন্তরীণ উপজেলাগুলোতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির ৭টি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। গত বছরে এ অঞ্চলে ৩৮০ জন আসামি আটক করা হয়েছে এবং মাদকসহ প্রায় ৩৭৮ কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ ও রৌপ্য রয়েছে।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে