কেক কেটে আনন্দঘন পরিবেশে এশিউর গ্রুপের ২০ বছর পূর্তি উদযাপন
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এশিউর গ্রুপ (Assure Group) সফলভাবে ২০ বছরে পদার্পণ করেছে।
২০০৭ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯ বছর অতিক্রম করে আজ দুই দশক ধরে সততা, মানসম্মত নির্মাণ এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে আস্থা ও পরিচিতি তৈরি করেছে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এশিউর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাদী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, 'ব্যবসা মানে শুধু মুনাফা নয়। মানুষের মৌলিক চাহিদা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে আবাসন একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি মানুষকে নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত আবাসন উপহার দেওয়ার।'
তিনি আরও বলেন, 'এশিউর গ্রুপ আজ যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায়।'
২০০৭ থেকে আজ পর্যন্ত ২০ বছরে পদার্পণের পথে এশিউর গ্রুপ সততা, মানসম্মত নির্মাণ এবং বহুমুখী সেবার মাধ্যমে রিয়েল এস্টেট খাতে সাফল্যের এক মাইলফলক স্থাপন করেছে।
১২২ বার পড়া হয়েছে