দৌলতপুরে ভোট ও আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ ও জনসাধারণের মতবিনিময় সভা
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৌলতপুরে পুলিশ এবং স্থানীয় জনসাধারণের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালেই উপজেলা অডিটোরিয়ামে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এই সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার বলেন, 'দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে অবৈধ অস্ত্র উদ্ধার ও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।'
তিনি আরও বলেন, 'পুলিশ ও প্রশাসন সকল ধরনের পক্ষপাতমূলক আচরণের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে। জনগণ যেন ভয় বা ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারে, আমরা সেই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।'
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইমাম, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. কল্লোল বিশ্বাস। এছাড়া বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন, জাপার শাহরিয়ার জামিল জুয়েল এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সমাজসেবকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
১৪৫ বার পড়া হয়েছে