নড়াইলে মোটরসাইকেল–ভ্যান সংঘর্ষে কিশোর নিহত
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৭)। তিনি কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা নড়াইল জেলা সমবায় অফিসে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত।
আহত যুবকের নাম ইমরান হোসেন (২৪)। তিনি সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইমদাদুল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মহিষখোলার বাসা থেকে মেহেদী সদর উপজেলার গোবরা এলাকায় মামার বাড়িতে যান। সন্ধ্যার দিকে সেখান থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে ফেরার পথে এস এম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২২৫ বার পড়া হয়েছে