সারাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বিদ্যুৎ লাইনের মেরামতকাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বিদ্যুৎ লাইনের মেরামতকাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সলঙ্গা থানার চৌবিলা দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার চড়িয়াউজির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ লাইনের ত্রুটি সারাতে খুঁটিতে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন