নানা আনুষ্ঠানিকতায় খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার বার্ষিক বনভোজন
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৩:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৭ জানুয়ারি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।
সকাল ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে দুটি বাসে করে সদস্যদের যাত্রা শুরু হয়। এর মধ্যে একটি বাস ফার্মগেট–শেওড়াপাড়া–মিরপুর ১০ রুটে এবং অপরটি আসাদগেট–শ্যামলী–টেকনিক্যাল রুট হয়ে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে পৌঁছায়।
বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খালিদ সাইফুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল। অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পর্ষদ, সদস্য ও তাঁদের পরিবার-পরিজনসহ প্রায় তিন শতাধিক অংশগ্রহণকারী এই বনভোজনে অংশ নেন।
নানা আনুষ্ঠানিকতা, আনন্দঘন আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন ছিল অত্যন্ত উপভোগ্য ও স্মরণীয়।
আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধনে অনুষ্ঠিত এ বনভোজন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।
১৪৫ বার পড়া হয়েছে