সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ভুইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন চৌধুরী জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে এন পরিবহনের একটি বাস। গোবিন্দগঞ্জের ভুইগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহত বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
১২৪ বার পড়া হয়েছে