বেগম জিয়ার হাত দিয়েই প্রথম বয়স্ক ভাতা পেয়েছে মানুষ : নাটোরে দুলু
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাটোর পৌরসভার হাজরা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বক্তা দুলু বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রথমবার বেগম খালেদা জিয়ার হাত দিয়েই সাধারণ মানুষ পেয়েছিল। তিনি বলেন, স্বাধীনতার পর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রনালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় গঠন করেছিলেন। এই কারণে তিনি সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবেক যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মোল্লাসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
১১৯ বার পড়া হয়েছে